নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা।
দণ্ডপ্রাপ্ত হুমায়ুন কবির নলডগী গ্রামের মৃত হাজী সফি উল্ল্যার ছেলে।
ইউএনও জামশেদ আলম রানা বলেন, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটায় বিক্রি ও অন্যান্য ফসলি জমি নষ্ট করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে হুমায়ুন কবিরের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।