নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম আজ মঙ্গলবার নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে সফর করছেন।
এদিন সরকারি একটি অনুষ্ঠানসহ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত রয়েছেন।
উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা হয়, উপদেষ্টা মাহফুজ আলম সকাল সড়ে ১০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বেলা ১১ টায় রামগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তাবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিগণের সাথে মতবিনিময় করবেন। বেলা পৌণে ১২ টার দিকে উপজেলার জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন তিনি। দুপুর ১ টার দিকে সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ৯ম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর দুপুর ২ টার দিকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। সেখানেও বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।