• শনিবার, ১৭ মে ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২ লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার কাছে চাঁদা না পেয়ে ভাড়া বাড়িতে আগুন, থানায় মামলা কমলনগরে আওয়ামী লীগ নেতা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী! অভিযুক্তের জবাব “আ’লীগে ভর্তি রাখলেও ক্লাস করিনি”! দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানী চৌধুরী বজ্রপাত যেন কৃষকের প্রাণহানির আরেক নাম: প্রতিরোধে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাঁদা না দেওয়ায় গাভী আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধু রায়পুরে জেলেদের জন্য প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৪ জন কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ যুবককে পিটিয়ে আহত লক্ষীপুর কমলনগর শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

কমলনগরে আওয়ামী লীগ নেতা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী! অভিযুক্তের জবাব “আ’লীগে ভর্তি রাখলেও ক্লাস করিনি”!

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

কাজী মুহাম্মদ ইউনুছ :
লক্ষ্মীপুরের কমলনগরে বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাংগঠনিক সকল প্রোগ্রামে অংশ নেওয়া হারুনুর রশিদ এখন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী। এ নিয়ে দলের উর্ধ্বতন মহলে অভিযোগ দিয়ে কোন কাজ না হওয়ায় নেতাকর্মী মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত হারুন হাজিরহাট ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী।
জানা যায়, হাজিরহাট ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের আবুল কালামে ছেলে হারুনুর রশিদ বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সকল দলীয় প্রোগ্রামে অংশ গ্রহন করে। তার ওই সময়ের সকল অপকর্মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রয়েছে। ৫আগস্ট হাসিনার পতনের পর তিনি রাতা রাতি বিএনপি নেতা বনে গেছেন। সম্প্রতি বিএনপি ওয়ার্ড পর্যায়ে নেতা নির্বাচন চলছে।ওই ওয়ার্ডে তিনি এখন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিষয়টি জেনে ওই ওয়ার্ডের এক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তার প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করেন। কিন্তু বিএনপির নেতারা হারুনের সকল অপকর্ম জেনেও তার প্রার্থীতা বাতিল করেনি।
এতে বিএনপির স্থানীয় নেতা কর্মীদের মাজে ক্ষোভের সৃষ্টি হয়।
হাজিরহাট ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আমি বিগত ১৯৯১ইং সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির রাজনীতি করে আসছি। দলকে ভালোবেসে আমি সকল প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করছি। আমার সাথে প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ বিগত সরকারের আমলে আওয়ামীলীগ মনোনীত এমপি আব্দুল্লাহ আল মামুন এর ভোট করেছে এবং আওয়ামীলীগ এর মিছিল মিটিং এ সবসময় অংশগ্রহণ করেছে যা এলাকাবাসী এবং বিএনপির নেতারা অবগত রয়েছেম। এ হারুন আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে সাবেক এমপি মোহাম্মদ আবদুল্লাহ’র মনোনীত কমলনগর উপজেলা খামারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়েছেন। স্বৈরাচারের দোসর এ হারুনুর রশিদ এখন আমার সাথে সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছি। উপজেলা বিএনপির নেতারা হারুনের সকল অপকর্মের তথ্য জেনে তার প্রার্থীতা বাতিল করেনি। আমার দাবি এখনো সময় আছে হারুনের প্রার্থীতা বাতিল করলে দলের নেতা কর্মীরা খুশি হবেন এবং গনতন্ত্রের সঠিক মূল্যায়ন হবে।
এ বিষয়ে বিতর্কিত হাজিরহাট ইউনিয়নের ৫ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী হারুনুর রশিদ বলেন, আমি প্রাণি সম্পদের একটি প্রকল্পে সাথে জড়িত ছিলাম। যার কারণে তখন আওয়ামী লীগের পক্ষে ছিলাম। এ সময় তিনি রসিকতা করে বলেন, “আমি আওয়ামী লীগে ভর্তি হয়েছি কিন্তু ক্লাস করিনি”
এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের বলেন, একটি অভিযোগ পেয়েছি। শেষ সময়ে অভিযোগ করায় কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd