লক্ষ্মীপুরের কমলনগরে স্বর্ণ ও টাকা নিয়ে মুয়াজ্জিনের হাত ধরে এক প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১২ এপ্রিল) কমলনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে রবিবার (৬ এপ্রিল) উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলার ৮ নং ওয়ার্ডের আবদুল লতিফ চৌকিদার বাড়ি থেকে উধাও হয়ে যায় ওই নারী।
অভিযুক্ত মুয়াজ্জিন মাওঃ জোবায়েদ হোসেন একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের ১ নং ওয়ার্ডের মিঠাল বাড়ির নাসিরের ছেলে। সে ওই প্রবাসীর বাড়ির সামনে থাকা মজিবউল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন ও ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকে তাদের মুঠোফোনটি বন্ধ রয়েছে।
এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রবাসীর কলেজ পড়ুয়া মেয়ে সহ ৩ সন্তান বিমর্ষ হয়ে পড়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উধাও হওয়া স্ত্রী পান্না আক্তারের স্বামী আমির হোসেন খোকন ৬ বছর যাবত সিংগাপুরে কর্মরত ছিলেন। সিংগাপুরের চাকরি শেষ করে বাংলাদেশে চলে আসেন। দীর্ঘদিন বাড়িতে পরিবারকে সময় দিয়ে তারপর গত ২ বছর আগে তিনি আবার আবুধাবিতে চলে যান।অভিযুক্ত মুয়াজ্জিন মাও,জোবায়েদ হোসেন পাশাপাশি বাড়ির বাসিন্দা। সে বেশ কিছুদিন যাবত প্রবাসীর স্ত্রী পান্না আক্তারের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে বিভিন্নভাবে উত্যাক্ত করতে থাকে। প্রবাসীর পরিবারের পক্ষ থেকে তাকে বার বার নিষেধ করলেও সে ফোনে কল দিয়ে উত্যাক্ত করা অব্যাহত রাখে। এক পর্যায়ে ৭ ভরি ১২ আনা ওজনের স্বর্ণ ও নগদ ১৫ লক্ষ ৭০ হাজার টাকা সহ প্রবাসীর স্ত্রীকে ফুঁসলিয়ে ও বিভিন্ন প্রলোভন ও ফাঁদে ফেলে মুয়াজ্জিন মাও,জোবায়েদ হোসেন তাকে নিয়ে উধাও হয়ে যায়।
তার পর থেকে উভয়ের মুঠোফোন বন্ধ রয়েছে।
প্রবাসীর বড় ভাই দিদার হোসেন মানিক বলেন, আমার ছোট ভাই আমির হোসেন খোকনের প্রবাস জীবনের সব আয় ও স্বর্ণালংকার তার বউয়ের কাছে ছিলো। বাড়ির দরজার মসজিদের মুয়াজ্জিন লোভে পড়ে ফুসলিয়ে টাকা ও স্বর্ণালংকার সহ তাকে নিয়ে উধাও হয়ে গেছে।
তবে মুয়াজ্জিন অজ্ঞাত স্থানে নিয়ে তাকে আটক করে রেখেছে বলে তিনি আরো জানান।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রবাসীর মেয়ে মসজিদের মুয়াজ্জিন মাও,জোবায়েদ হোসেন সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।