কমলনগরে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ বিতরণ
কাজী মুহাম্মদ ইউনুছ :
লক্ষ্মীপুরের কমলনগরে ২০২৪-২৫ অর্থবছরে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়।
১৬ এপ্রিল সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষি কর্মকর্তা শাহিন রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান। আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবুল খায়ের, বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল হুদা চৌধুরী, জেএসডি’র সাধারন সম্পাদক হারুন অর রশিদ,কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু, সম্পাদক ফয়েজ মাহমুদ, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহমান (রেজবী), উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী কৃষকরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাহাত উজ জামান বলেন, সরকারের কৃষিখাত উন্নয়নের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রান্তিক কৃষকদের এই উন্নতমানের ধানের বীজ বিতরন করছে। খাদ্যে ঘাটতি পুরনের লক্ষ্যে সবাইকে সব সময় কৃষি অফিসারের পরামর্শসহ ভালো জাতের ধানের বীজ ব্যবহার করতে হবে।