কাজী মুহাম্মদ ইউনুছ:
লক্ষ্মীপুর কমলনগরে হাজির হাট ইউনিয়নে জাগরণী স্কুল সড়ক(সড়ক কোড নং ৪৫১৭৪৫১৭৪) প্রকাশ আমানিয়া সড়ক হাজির হাট টু জাজিরা,হাফিজিয়া সংযোগ সড়কটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২০ জুন ( শুক্রবার) সড়কের উপর স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে শত শত লোক ব্যানার নিয়ে উপস্থিত থেকে সড়কটি পাকাকরণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রগ্রোসিভ লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লি: এ এম ডি মো: জামাল হোসেন, স্থানীয় খোরশেদ আলম মেম্বার, এডভোকেট এমরান হোসেন নিখিল,শাহে আলমসহ স্থানীয় মসজিদের ইমাম ও মুসল্লি প্রমুখ।
স্থানীয় এলজিআরডি অফিস সূত্রে বলছে সড়কটি উন্নয়নে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু করা হবে।
এই বিষয়ে উপজেলা প্রকৌশলী কে ফোন করে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায় নি।