লক্ষ্মীপুরের কমলনগরে হক্কানি আলেম অধ্যক্ষ মুহাদ্দিস মাওলানা শামসুল মাওলার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাগরিব বা’দ উপজেলার চর লরেঞ্চ বাজার কেন্দ্রীয় মসজিদে জেলা ইমাম সমিতির উদ্যোগে প্রখ্যাত এ আলেমের স্মরণে এ আয়োজন করা হয়।মরহুমের নাতি তরুন আলেম ওয়ায়েজিন মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজির হাট হামেদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ লরেঞ্চ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জায়েদ হোসাইন ফারুকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভপতি মাওলানা গিয়াস উদ্দিন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহীম শামীম, মাতাব্বর নগর দারুসুন্নাত আলিম মাদরাসার অধ্যক্ষ আলী হোসেন, চর মনসা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবুল বাসার,তোরাবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোহসিন, হাজির হাট কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাহবু্ুবুর রহমান, কমলনগর ইমাম সমিতির সভাপতি মাওলানা বোরহান উদ্দিন, খতিব মাওলানা আকরাম হোসেন, লরেঞ্চ বাজার পুরাতন মসজিদের খতিব ও কমলনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল বয়ান, তোরাবগঞ্জ দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আবদুল লতিফ, উপজেলা মসজিদ মিশন’র সভাপতি ও শিক্ষক মাওলানা আরিফ হোসাইন, ফরাশ গঞ্জ আলিম মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা তছলিমুর রহমান, নয়া দিগন্ত কমলনগর প্রতিনিধি ও প্রধান শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী ডাঃ হোসেন আহমদ, ডাঃ জসিম উদ্দিন, মরহুমের নাতি সাংবাদিক ও শিক্ষক কাজী মুহাম্মদ ইউনুছ প্রমুখ।
প্রসঙ্গত, কমলনগরের প্রখ্যাত আলেম,আধ্যাত্মিক হক্কানি বুজুর্গ রংপুর পীরগাছা সাত দরগাহ আলীয়া মাদ্রাসা ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এবং রামগতি কারামতিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা শামসুল মাওলা ৯০ বছর বয়সে গত ০১ সেপ্টেম্বর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।তিনি উপজেলার চর লরেঞ্চ বাজার সংলগ্ন চর পাগলা গ্রামের বাসিন্দা মরহুম মৌলভী আবদুল লতিফের তৃতীয় পুত্র।
অনুষ্ঠানে মরহুমের জীবনাচরণ, আমল-আখলাক, আদর্শ ও শিক্ষকতা জীবন এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে দক্ষতা ইত্যাদি বিষয় নিয়ে বক্তারা আলোকপাত করেন। মুহাদ্দিস শামসুল মাওলা একজন হক্কানি পীরে কামেল ছিলেন বলেও বক্তারা বলেন। তিনি সহজ সরল জীবনযাপন, সদালাপী – সুমিষ্ট হাসোজ্জল বাচনভঙ্গি, দ্বীনি দাওয়াত, জীবদ্দশায় কুরআনের তাফসীর বয়ান ও মৃত্যু পর্যন্ত ইসলামের পরিপূর্ণ খেদমতসহ কোমল, বিনয়ী-নম্র স্বভাবের অধিকারী ছিলেন বলে মরহুমের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উল্লেখ করেন।সবশেষে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী।