• শনিবার, ১৭ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার কাছে চাঁদা না পেয়ে ভাড়া বাড়িতে আগুন, থানায় মামলা কমলনগরে আওয়ামী লীগ নেতা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী! অভিযুক্তের জবাব “আ’লীগে ভর্তি রাখলেও ক্লাস করিনি”! দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানী চৌধুরী বজ্রপাত যেন কৃষকের প্রাণহানির আরেক নাম: প্রতিরোধে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাঁদা না দেওয়ায় গাভী আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধু রায়পুরে জেলেদের জন্য প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৪ জন কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ যুবককে পিটিয়ে আহত লক্ষীপুর কমলনগর শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার লক্ষীপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নারী শিক্ষিকাকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

চাঁদা না দেওয়ায় গাভী আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধু

Reporter Name / ৬৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি:
বিশ হাজার টাকা চাঁদা না দেয়ায় গাভী নিয়ে আটকে রেখেছেন এক নেতা। কয়েকজনের কাছে বলেও কোন প্রতিকার না পাওয়ায় বাছুর কোলে নিয়ে আদালতে হাজির হয়েছেন গৃহবধু। স্বামী পরিত্যক্তা ওই নারী বৃহস্পতিবার (১৫ মে) বিচার চাইতে আদালতে গেলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরকে দুগ্ধ পান করানোর শর্তে ফিরে যান তিনি। রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের নারগিস আক্তার এ অভিযোগ করেন।
স্থানীয়রা জানান, তার স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর থেকে তিনি এলাকাছাড়া। স্ত্রী ও শিশু সন্তানকে যোগাযোগ না রেখে কোন ধরনের খরচ বহন করছেন না আবুবকর।
গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে স্বামী তার খোঁজ খবরও রাখছেন না। গার্মেন্টসে চাকরি করে তিল তিল করে কিছু অর্থ জমিয়ে সম্প্রতি একটি দুধের গাভী কিনেছেন নারগিস। তার এক মাসের একটি বাছুরও আছে।
কিন্তু নারগিসের স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা অজুহাত দেখিয়ে চাঁদা দাবী করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল খান গতকাল বুধবার (১৪ মে) সকালে দুধের গরুটি নিয়ে যায়।
মা গরুটিকে নিয়ে যাওয়ায় দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বসে বোতলে করেই বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায় নারগিসকে।
অভিযুক্ত মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দিই; যা এখন সুদে-আসলে ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি।’
তবে এ ঘটনায় আদালতে কোন মামলা হয়নি। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বাছুরটিকে মা গরুর দুধ খাওয়ানোর জন্য শর্তে ফিরে এবং দুধ খাওয়ানোর জন্য বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নারগিস।
শুক্তাগড় ইউপি সদস্য নুর আলম মল্লিক জানান, নারগিস ও বেলালের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd