স্টাফ রিপোর্টার:
নির্ধারিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি-এ স্লোগানে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ এর সঞ্চালনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোশাররেফ হোসেন।
ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা, আধুনিকতা নিশ্চিতকরণ এবং জনবান্ধব ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ২৫-২৭ মে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত “ভূমি মেলা-২০২৫”এর আয়োজন করা হয়।
ভূমি মেলায় লক্ষ্মীপুর জেলায় মোট ২৩ লাখ ৩৯ হাজার ৩৮ টাকা ভূমি উন্নয়ন কর আদায় এবং মানুষের কাছে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দেয়ার জন্য “দুয়ারে ভূমি সেবা” নামে ভ্রাম্যমাণ সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। ভূমি উন্নয়ন কর আদায় ও ভূমি সেবা প্রদানের জন্য বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তাদেরকে পুরস্কৃত করা হয়।
মেলায় সমাপণী দিনের বিশেষ আকর্ষণ ছিল কুইজ ও ভূমি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সারাদেশে প্রথমবারের মতো ভূমি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় , আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি কলেজ এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। কলেজ পর্যায়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ বিজয়ী এবং প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ রানার আপ হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম ২০ জনকে বই প্রদান করা হয়। বিজয়ী ও রানার আপ দলের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ইউনিয়ন ভূমি সহকারি ও উপ-সহকারি কর্মকর্তা, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, মেলায় আগত দর্শনার্থী, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ,ভূমি অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।