• বুধবার, ১৮ জুন ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুন, কৃষকের ৪ গরু ভস্মীভূত কন্যাসন্তান হওয়ায় মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া দিলেন জামাই মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিস্টরা ক্ষমতায় আসবে — গাজী আতাউর রহমান শোক সংবাদ রামগঞ্জে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর সার্বিক সহযোগিতায় ৪ সহস্রাধিক পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরন রামগঞ্জ প্যারেলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় আ’মীলীগ নেতা রামগঞ্জে শীর্ষ মাদক ব্যাবসায়ি কালু আটক রামগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর প্রীতিভোজ লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে শহীদদের সম্মানে ১৪টি গরু কুরবানি রামগঞ্জে হসপিটালে ঢুকে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নাঈম ও সাংবাদিকসহ আহত ১০,গ্রেফতার ৩

রামগঞ্জের এক ইউনিয়নে ইটভাটা বন্ধের পর পুনরায় চালু

Reporter Name / ১৪২ Time View
Update : বুধবার, ২১ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পরিবেশ আইন অমান্য করে যত্রতত্রে গড়ে উঠছে একের পর এক ইটভাটা। এসব ভাটার বেশীর ভাগই অবৈধভাবে গড়ে উঠেছে, নিয়মনীতি মানছেনা কেউই। অভিযানে বন্ধের পর ফের ভাটাগুলো চালু করা হলেও প্রশাসনের নিরবতায় প্রশ্ন উঠেছে জনমনে। ক্ষ্মীপুরের রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নে ১০টি ইটভাটা এখন সচল। সম্প্রতি এলাকায় দুটি ভাটা বন্ধ করা হলেও তা এখন সচল রয়েছে। একই অবস্থা জেলার অন্যান্য এলাকায়। এতে করে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী।
সরেজমিন গিয়ে জানা যায়, জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন। মোট জনসংখ্যা ৪০৭০৫ জন। এখানে ইটভাটার সংখ্যা ১০টি। রাস্তার পাশে জনবসতীপূর্ণ এলাকায় কিছুক্ষন পর পর দেখা মেলে একের পর এক ইটভাটার। এসব ভাটায় দিন রাত পোড়া হচ্ছে ইট, কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার হচ্ছে ফসলী জমির মাটি। ফলে ধুলা আর ধোঁয়া ধুসর হয়ে পড়ছে পুরো এলাকা। এরমধ্যে গ্রামবাসীর বসবাস, শিক্ষার্থীদের পড়াশোনা আর খেলাধূলা। বাড়ছে রোগ বালাইও। পরিবেশ ও প্রকৃতি পড়ছে হুমকির মুখে। পরিবেশ আইন অনুযায়ী জনবসতীপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপনে বিধি নিষেধ থাকলেও এ এলাকায় তা মানা হয়নি বলে জনশ্রুতি রয়েছে। স্থানীয়রা বলছেন, এসব যেন দেখার কেউ নেই। শুধু ভোলাকোট ইউনিয়নেই ১০টি ইটভাটা গড়ে উঠেছে। প্রতিবাদ করলেও তা কাজে আসছেনা বলে জানান এলাকাবাসী। কয়েকজন বাসিন্দা জানান, সম্প্রতি দেহলা এলাকার মক্কা ও আল মদীনা নামীয় দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দেয় প্রশাসন। কিন্তু সে ইটভাটাগুলো এখন ফের সচল হয়ে গেছে। পুরো জেলাব্যাপী এমনি চিত্র চলছে বলে জানা যায়। এমনকান্ডে প্রশাসনের অভিযান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন উঠেছে এখন।
সম্প্রতি অভিযানে বন্ধ করে দেয়ার পর ফের চালু করা স্থানীয় দেহলা এলাকার মক্কা ব্রীকস নামীয় ইটভাটার ম্যানেজার জানালেন, অগ্রিম টাকা দিয়ে শ্রমিক আনতে হয়। অনেক টাকা বিনোয়াগ করে বড় ধরণের ক্ষতির সম্মুখিন থেকে বাঁচতে ফের চালু করা হয়েছে ইটভাটা।
এ ব্যাপারে জানতে চাইলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বরাবরের মতো বলছেন, অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলায় ১৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৭৮টিই অধৈভাবে গড়ে উড়েছে। সম্প্রতি অর্ধ শতাধিক ভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু এসব ভাটাগুলো আবার চালু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd