রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে বিভাগীয় বিস্ফোরক অধিদপ্তর ও পরিদর্শকের লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানী তেল ও বিভিন্ন কোম্পানীর সিলিন্ডার গ্যাস। আইনের তোয়াক্কা না করে এসব সিলিন্ডার গ্যাস ও জ্বালানী তেল যত্রতত্র বিক্রয়ের ফলে যেকোনো সময় আগুন লেগে বড় ধরনের দূর্ঘটনা ও প্রাণহানির আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, রামগঞ্জ পৌরসভার দক্ষিণ বাজার, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সাবেক প্রতি মন্ত্রী জিয়া উল হক জিয়ার বাসভবনের সামনে মুক্তিযোদ্ধা ভাস্কর্য সংলগ্ন সাইনবোর্ড বিহীন কয়েকটি দোকানে লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস মজুদ রেখে সকল বিকাল ও রাতে শহরও উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে রয়েছে এ যেন দেখভাল করার কেউ নেই। এ ছাড়া রামগঞ্জ বাজার , কলাবাগান, সোনাপুর, পদ্মাবাজার, পানপাড়া, বালুয়া চৌমুহনী, হানুবাইশ, আলীপুর, কমর রোড, পানিয়ালা, হোটাটিয়া, শৈরশৈ, টিউরি, নাগমুদ, শাকতলা, রাজারামপুর, আকরতমা, ভাট্টা, কামারহাট, বকুলতলা, বেড়িবাজার, মাজিরগাঁও, ডাগ্গাতলি, দুধরাজপুর, কচুয়া, শেখপুরা, চৌধুরী ও নোয়াগাঁও বাজারের প্রায় ১৮২টি ব্যবসা প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানী তেল ও বিভিন্ন কোম্পানীর সিলিন্ডার গ্যাসের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীরা প্রশাসনিক বা বিস্ফোরক অধিদপ্তরের অনাপত্তি পত্র ছাড়াই স্থানীয় মুদি দোকান, চায়ের দোকান, পানের দোকান, রড সিমেন্টের দোকান, জুতার দোকান, হার্ডওয়্যারের দোকান, মুরগীর দোকান ও ওয়াকসপসহ বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে খোলামেলা ভাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় অকটেন, পেট্রোল, ডিজেল ও এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন।
জানা গেছে, পেট্রোলিয়াম জাতীয় জ্বালানী তেল ও বোতলজাত গ্যাস বিক্রির জন্য বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স গ্রহণের পাশাপাশি এইসব ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখার বিধান রয়েছে। অথচ এসব ব্যবসায়ীরা নিয়ম নীতির তোয়াক্কা না করেই সাধারণ ব্যবসার মতই চালিয়ে যাচ্ছে জ্বালানী তেল ও সিলিন্ডার গ্যাসের ব্যবসা।
স্থানীয় বাজারের সাধারণ ব্যবসায়ীরা ও সচেতন মহল জানান, অসাবধানতাবসত এসব ব্যবসা প্রতিষ্ঠানের কোন একটিতে আগুন লাগলে বাজারে পুরো ব্যবসায়ীক এলাকা ধ্বংস হয়ে যাবে। এতে ব্যবসায়ীদের জীবনের ঝুঁকির পাশাপাশি আর্থিক ক্ষতি সম্মূখিন হতে হবে। তাই জননিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের বিধি-বিধান মেনে জ্বালানী তেল ও সিলিন্ডার গ্যাস বিক্রির ব্যবসা করার অনুরোধ ও বিস্ফোরক অধিদপ্তর এবং পরিদর্শকের লাইসেন্স বিহিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।