
রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মহরহুম আলী আকবর চেয়ারম্যান এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা ও দাপন সম্পন্ন হয়েছে।
সোমবার(৩নভেম্বর)সকাল সাড়ে ৯টায় প্রথমে গার্ড অব অনার শেষে,১০টায় রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাযা ও দ্বিতীয় জানাযা মরহুমের নিজ বাড়ি পৌর এলাকার ৭নং ওয়ার্ডে শেষ হয়ে।পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়।
এর আগে গত রবিবার(২নভেম্বর) বিকেল ৪টায় রামগঞ্জে আশ শেফা জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।মৃত্যু কালে তার বয়স ছিল ৮৫ বছর।তিনি ২ ছেলে ৩মেয়ে সহ অনেক গুনী জ্ঞানী রেখে জান।
জানাযার নামাজে মরহুমের কনিষ্ট পুত্র সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল বিএসসি বাবার বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষ জানাযায় অংশগ্রহন করেন।