রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
রামগঞ্জ উপজেলার জলাবদ্ধতা নিরসনে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক একটি প্রস্তুতিমূলক সভা আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রামগঞ্জ পৌরসভার প্রশাসক সাঈদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে উপজেলার ১০টি ইউনিয়ন, রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বর্ষায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্বারোপ করা হয় রামগঞ্জ হাজীগঞ্জ বীরেন্দ্র খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করা, খাল খনন এবং অবৈধ দখলমুক্ত করন।
সভায় পৌর শহরের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে শহরের সোনাপুর, মৌলভীবাজার ও রামগঞ্জ এলাকার গুরুত্বপ‚র্ণ স্থানে স্থায়ী ডাস্টবিন স্থাপন, খোলা টয়লেট অপসারনের সিদ্ধান্ত নেয়া হয়।
রামগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা নিরসনে সময়াবদ্ধ কর্মপরিকল্পনার অংশ হিসাবে প্রস্তুতিমূলক সভায় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের পক্ষ থেকে খালে প্রতিবন্ধকতা নিরসন, রামগঞ্জ হাজীগঞ্জ বিরেন্দ্র খাল ও শাখা খাল খনন, বেহাল জাল-গড়া জাল অপসারনসহ বেশ কিছু প্রদক্ষেপ সম্বলিত প্রস্তাবনার কপি তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার ও রামগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল জলিলসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।