আবু তাহের :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শৈরশৈ পশ্চিমপাড়া মাঠে চলছে ফসলী জমির মাটি লুটের উৎসব। কৃষি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় রফিক কাজী দলবল নিয়ে ভেকু মেশিন বসিয়ে দিনে-রাতে ওই মাটি লুটের উৎসব চালালেও প্রশাসনিক ভাবে নেওয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। ফলে ফসলী মাঠে একাধিক বড় গর্তের সৃষ্টি হয়ে পাশ্ববর্তী শত কৃষকের ফসলী জমির দেবে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। সৃষ্ট ঘটনায় স্থানীয় মোঃ সেলিম হোসেন নামের এক প্রবাসী বাদী হয়ে রোববার (১৩ এপ্রিল) রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শৈরশৈ পশ্চিমপাড়া গ্রামের শৈরশৈ বাজারের পশ্চিম পাশের মাঠ থেকে সম্প্রতি একই গ্রামের কাজী বাড়ির মৃত শরবত আলীর ছেলে মোঃ রফিক কাজী ভেকু মেশিন বসিয়ে মাটি উত্তোলন শুরু করে। এতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পাশ্ববর্তী ফসলী জমির দেবে যাওয়ার উপক্রম হলে স্থানীয় গাছি বাড়ির সেলিম সহ মোঃ হেঞ্জর উদ্দিন, মোঃ আলী হোসেন সহ গ্রামের কৃষকগণ বাধা প্রদান করেন। এতে রফিক কাজী গং ক্ষিপ্ত হয়ে বাধা প্রদানকারী কৃষকদের নানান প্রকার ভীতিকর হুমকী প্রদান করে রাতেও ওই মাঠ থেকে মাটি লুটপাট শুরু করে। যার দরুন শৈরশৈ পশ্চিমপাড়া গ্রামের শৈরশৈ বাজারের পশ্চিম পাশের ফসলী মাঠে সৃষ্টি হয়েছে ২০ থেকে ৩০ ফুট গভীর বিশালকার একাধিক গর্ত। প্রশাসনিকভাবে ওই মাটি লুট বন্ধ সহ মাটি লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হলে পাশ্ববর্তী ফসলী জমিগুলো দেবে গিয়ে শত কৃষক নিঃস্ব হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে অভিযোগের আলোকে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন।