• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

রামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মহসিন নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ মে) বিকেলে এই আদালত পরিচালনা করেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
স্থানীয় সূত্রে জানা যায়, করপাড়া ইউনিয়নের একটি বাজার এলাকায় মহাসিন প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। এতে আশপাশের পরিবেশ অশান্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। খবর পেয়ে অভিযান চালায় প্রশাসন এবং ঘটনাস্থল থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন,
“মাদক ও অপরাধের বিরুদ্ধে রামগঞ্জ প্রশাসন সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd