• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]

রামগতিতে মাদরাসার ১৫৫ কেজি পাঠ্যবই  জব্দ, আটক-১

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ফিরোজ আলম পরশ,রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর ইসলামীয়া সিনিয়র আলিম মাদরাসার শিক্ষার্থীদের জন্য আসা সরকারের বিনামূল্যে দেওয়া ১৫৫ কেজি বই জব্দ করেছে উপজেলা প্রশাসন।
 সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর ইসলামীয়া সিনিয়র আলিম মাদরাসার সামনে থেকে এ বই জব্দ করেন।
এসময় ১৫৫ কেজি বইসহ বইয়ের ক্রেতা মোঃ রাজুকে আটক করে পুলিশ। আটক রাজু রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবুজগ্রামের সইজল ইসলামের ছেলে। এসময় বই বিক্রিতা শিক্ষক আহছানউল্লাহ পালিয়ে যায়।
পুলিশ জানান, মাদরাসার ইবতেদায়ী শাখার সহকারী শিক্ষক মোঃ আহছান উল্যাহ ২০২৫ সালের শিক্ষার্থীদের জন্য আসা সরকারি বই অতিরিক্ত চাহিদা দিয়ে এনে তার বাড়ীতে জমা করেন। পরে ধাপে ধাপে ওই বই বিভিন্ন দোকানে বিক্রি করে সে।
 সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে মাদরাসার সামনে ভ্রাম্যমাণ হকারের কাছে বই বিক্রি করার সময় হঠাৎ পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ দিদার উদ্দিন। এসময় ১৫৫ কেজি বই জব্দ করেন এবং রাজু নামের একজন হকারকে আটক করে।
এদিকে মাদরাসার ম্যানেজিং কমিটির দুই সদস্য জানান, ছানাউল্লাহ ও কামাল কাজী নামের দুইজন শিক্ষক কিছুদিন আগে মাদরাসার ১২০ ফুট ঘরের টিন গোপনে বিক্রি করে দেন এবং মাদরাসার মাঠ ভরাটের জন্য আসা সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করে তারা।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক বলেন, এই বই আমার মাদরাসার নয়। উনি কোন জায়গা থেকে বই এনে বিক্রি করছে তা আমি জানিনা।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, বইসহ রাজু নামের একজনকে আটক করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দিদার উদ্দিন বলেন,ঘটনাস্থল থেকে ১৫৫ কেজি বই সহ ক্রেতা রাজুকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সরকারি বই বিক্রির অপরাধে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, বই জব্দের ঘটনায় ওই মাদরাসার অধ্যক্ষকে বাদী করে মামলা করার নির্দেশেনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd