মিজানুর শামীমঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর- রামগঞ্জ সার্কেলে জুন-২০২৫ মাসে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন রামগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক আনোয়ার ইসলাম। ৮ জুলাই মঙ্গলবার রাত আটটায় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের কক্ষে তাকে বিশেষ পুরস্কার তুলে দেন রায়পুর- রামগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: জামিলুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার, রামগঞ্জ থানার ইন্সপেক্টর ইনভেস্টিগেশন আব্দুল জলিল।

জানা গেছে, সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং অন্যান্য অপরাধ দমন ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এএসআই আনোয়ার ইসলাম পুরস্কৃত হন।
এএসআই আনোয়ার ইসলাম এ প্রতিবেদককে জানান, তিনি দীর্ঘ প্রায় পঁচিশ বছর পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত আছেন। ২০১৭ সনে তিনি কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পান। তিনি সকলের কাছে দোয়া চাচ্ছেন যেন ভালো কাজ করে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।