নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনের অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। ২৬ মে সোমবার একটি গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারি খাস জমির উপর গড়ে ওঠা ২১টি সেমিপাকা ঘরসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযানের মাধ্যমে প্রায় ২০ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা।
এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও সরকারি সম্পদ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।