স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১৯ জুন) দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণের অংশ হিসাবে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ৩নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. নজরুল ইসলাম, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এসময় ৮৫ জন শিক্ষার্থীর মাঝে ১ টি করে স্কুল ব্যাগ, ৮ টি খাতা, ১২ টি কলম, ১ টি জ্যামিতি বক্স, ১টি টিফিন বক্স শিক্ষা সামগ্রী হিসাবে বিতরণ করা হয়।