স্টাফ রিপোর্টার :
গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি তৃণমূল নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরে শুরু হয়েছে এ কার্যক্রম।
শনিবার (২৬এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিক ভাবে টুমচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রার্থীরা ঐ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জামাল হোছাইনের কাছ থেকে তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, সাবেক সদস্য সচিব নুরুল আলম বুলবুল, যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান ভুট্টু চৌধুরী, লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য হারুনুর রশীদ, সদর উপজেলা পশ্চিম কৃষকদের সভাপতি রাকিব হাসান সুজন, সাধারণ সম্পাদক হাছান চৌধুরী,
টুমচর ইউনিয়ন যুবদলের সভাপতি মুক্তার হোসেন প্রমুখ।
সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন কার্যক্রম চলমান রয়েছে। কোথাও ভোট হচ্ছে আবার কোথাও ফরম বিতরণ চলছে। সকলেই উৎসবমুখর ভাবে অংশ নিচ্ছে। প্রতিটি ইউনিয়নের জন্য আলাদা আলাদা দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। তারা ভোটের কার্যক্রম পরবচালনা করছে।