বিশেষ প্রতিনিধিঃ
বারদলীয় জোটের মুখপাত্র মোঃ শাহাদাত হোসেন সেলিম বলেছেন, আমরা কোন কিছু শুনতে রাজি নই ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে আমাদের নির্বাচন হতেই হবে। তিনি শনিবার ( ১৭মে) বিকালে লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন ৫ ই আগস্ট পট পরিবর্তনের পর আমরা যেভাবে আশা করেছিলাম স্বল্প সময়ের মধ্যে একটা নির্বাচন হবে ।
সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বিভিন্ন দল অংশগ্রহণ করবে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন, অতীতের যেকোনো সময়ের চাইতে বর্তমানে নির্বাচন অত্যন্ত কঠিন হবে। আমরা এখন তার প্রমান পাচ্ছি । তিনি বলেন গতকাল মির্জা আব্বাস সাহেব একটি কথা বলেছেন যে আমরা কুকুরের মুখ থেকে গিয়ে বাঘের মুখে পড়েছি। আমরা কি জানি না তবু আমরা বলতে চাই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারের প্রতি আহবান, কোন কিছু শুনতে আমরা রাজি নই ডিসেম্বরের মধ্যেই আমাদের নির্বাচন দিতে হবে। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মজুমদারের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ্ব মোজাম্মেল হক মজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন (জিএস মনোয়ার),
পৌর বিএনপিরআহবায়কশেখমোঃকামরুজ্জামান,এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, তোফায়েল আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন,যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার মজুমদার সহ প্রমূখ।