স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন আবু তাহের (৭৩) নামে এক বৃদ্ধ। নিখোঁজের পর থেকে সোমবার (১২ মে) বিকেল পর্যন্ত তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
তাহেরকে খুঁজে পেতে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে কোথাও খুঁজে পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ।
তাহের লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পিয়ারাপুর গ্রামের কালভাট বড় বাড়ীর মৃত মুকবুল আহম্মদ পাইলটের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, স্ট্রোকের রোগী হওয়ায় তাহের শারীরিকভাবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ২৫ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে তার স্ত্রী মরিয়ম বেগম বৃহস্পতিবার (৮ মে) সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃদ্ধের ছেলে রুবেল হোসেন জানান, বাবা অসুস্থ, কোথায় আছেন, কেমন আছেন? কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমার- 01300472183 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল। সন্ধানদাতাকে উপযুক্ত সম্মান করা হবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, আশপাশের সব থানায় তাহেরের ছবি পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ রইল।