• শনিবার, ১৭ মে ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২ লক্ষ্মীপুরে ভাড়াটিয়ার কাছে চাঁদা না পেয়ে ভাড়া বাড়িতে আগুন, থানায় মামলা কমলনগরে আওয়ামী লীগ নেতা বিএনপি’র কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী! অভিযুক্তের জবাব “আ’লীগে ভর্তি রাখলেও ক্লাস করিনি”! দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানী চৌধুরী বজ্রপাত যেন কৃষকের প্রাণহানির আরেক নাম: প্রতিরোধে দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাঁদা না দেওয়ায় গাভী আটক, বাছুর নিয়ে আদালতে গৃহবধু রায়পুরে জেলেদের জন্য প্রশাসনের প্রশংসনীয় উদ্যোগ লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ২৪ জন কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ যুবককে পিটিয়ে আহত লক্ষীপুর কমলনগর শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে বিয়ের আসর থেকে বরসহ আটক-২

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
নোয়াখালীর মাইজদীতে বিয়ের আসর থেকে বরসহ দুজনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, তাদেরকে আটক নয়, উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় মারামারিতে বর-কনে পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে জেলা শহর মাইজদীর মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ‘অভিযুক্ত’ বরের নাম ইকবাল হোসেন (৩৬)। অপরদিকে, কনে অনার্স পড়ুয়া। কয়েক বছর আগে তার বাবা মারা যায়। তার বাড়ি জেলার কবিরহাটে। মামারা এই বিয়ের আয়োজন করে। বর ঔষধ প্রশাসন নোয়াখালীর জেলা তত্ত্বাবধায়ক। তিনি নোয়াখালীতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞাতে।
কনের মামা মো. হিরণ অভিযোগ করে বলেন, গত শুক্রবার ৯ মে আমার ভাগ্নির বিয়ের এনগেজমেন্ট হয় পাশ্ববর্তী ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা ইকবাল হোসেনের সাথে। এরপর বৃহস্পতিবার ১৫ মে দিবাগত রাতে বর পক্ষ কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দেয়। পরের দিন শুক্রবার ১১ লক্ষ এক টাকা দেন মোহরে বিয়ের দিন ধার্য ছিল। কিন্ত বিয়ের দিন দুপুর ১২টার দিকে বর ফোন করে জানায় তিনি আসবেন না। কনে পক্ষ না আসার কারণ জানতে চায়। ওই সময় বর ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। এরপর বিয়ের দিন ছেলে বর সেজে না এসে সাধারণ পোশাকে রেস্টুরেন্টে এসে একটি কক্ষে আত্মগোপনে থাকে। সেখান থেকে বর বলে তাড়াতাড়ি আমার লোকজনকে খাবার দিয়ে দেন, না হলে সমস্যা হবে। এরপর বর আস্তে পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, কনে পক্ষ ৩০০জন মানুষের জন্য মেহরান ডাইনে খাবারের আয়োজন করে। বর পক্ষের লোকজনকে খাবার দেওয়া হয়। একপর্যায়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য প্রস্তুতি নিলে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বরকে একটি রুমে পাওয়া যায়। বর এসে কনের মামাদের কাছে ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে বর উঠে এসে পালিয়ে যাই। বিয়ে করবে না বলে জানিয়ে দেই। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বরের পক্ষের লোকজন এসে কনের লোকজনের ওপর হামলা করে। একপর্যায়ে কনে পক্ষের লোকজন ও স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে বরসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে বক্তব্যে জন্য নোয়াখালী ড্রাগ সুপার ইকবাল হোসেনকে একাধিকবার ফোন করা হলে নম্বরটি বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি। বরের ভাই সোহরাব হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, মেয়েদের পারিবারিক একটি বিষয় নিয়ে আমার ভাই একটি রুমে গিয়েছিল। তিনি পালিয়ে যায়নি এবং ৫০ লক্ষ টাকা যৌতুক দাবি করেনি। এখন তারা আমাদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দিচ্ছে। আমার ভাই একজন ড্রাগ সুপার।
নোয়াখালী সূর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে কথা হচ্ছে। তবে যৌতুক দাবির অভিযোগ সত্য না। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদ পেয়ে বরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd