আবু তাহের:
লক্ষ্মীপুরের রামগঞ্জের ঐতিহ্যবাহী কচুয়া আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য মোঃ শাহ আলমের সভাপতিত্বে বুধবার (৩০এপ্রিল) সকালে সভাপতির প্রথম কার্যদিবসে মাদ্রাসার পক্ষ থেকে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোঃ মনির হোসেন, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান সহ কার্যপরিষদের অন্যান্য সদস্যদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। সংবর্ধনা শেষে সংবর্ধিত অতিথি বলেছেন, বিগত ১৭বছরে রামগঞ্জের ঐতিহ্যবাহী কুচয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ব্যাপক অনিয়ম হয়েছে। শিক্ষার পরিবেশ বিনষ্টের পাশাপাশি দুষ্টচক্র শিক্ষক আর শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে গেছে। মাদ্রাসার স্বার্থে এমন অবস্থান থেকে ফিরে আসার জন্য শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার নব-নির্বাচিত সভাপতি কেন্দ্রীয় যুবদলের সহ-সমাজ কল্যান সম্পাদক সৈয়দ আহম্মেদ। পরে সভাপতি মাদ্রাসার শিক্ষক পরিষদের সাথে কুশল বিনিময় শেষে প্রতিষ্ঠানের অবকাঠামো পরির্দশন করেণ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন, রামগঞ্জ পৌর যুবদল নেতা আমজাদ হোসেন সহ স্থানীয় একাধিক নেতৃবৃন্দ।