ইকবাল হোসেন :
লক্ষ্মীপুরের রামগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থী আয়েশা আফরোজা (১৪) ও নুর মোহাম্মদ মাহমুদ (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
লাশ দুইটি রামগঞ্জ থানা পুলিশ পৃথক স্থান থেকে উদ্ধার করেছেন।
স্থানীয় লোকজন ও মৃতের আত্মীয়স্বজনরা জানান, মঙ্গলবার রাতে রামগঞ্জ পৌর রতনপুর গ্রামের মোল্লা বাড়ীর সৌদি প্রবাসী আবুল হোসেনের মেয়ে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা আফরোজা মায়ের সাথে অভিমান করে ঘরের পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এদিকে মঙ্গলবার (২২ এপ্রিল ) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের সোনাগাজী বাড়ীর একটি বিলের পাশে বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় নুর মোহাম্মদ মাহমুদ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
বৃদ্ধ নুর মোহাম্মদের স্বজনরা জানান, নুর মোহাম্মদ প্রায় ঘর থেকে অভিমান করে বের হয়ে যেতেন। সোমবার সন্ধার আগে তিনি নিজের ব্যবহৃত একটি কম্বল নিয়ে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে এলাকাবাসী একই ইউনিয়নের উত্তর হাজীপুর সোনাগাজী বাড়ীর একটি বাগানে গলায় নিজের ব্যবহৃত পাঞ্জাবী দিয়ে গলা ফাঁস দেয়া অবস্থায় লাশ দেখে থানায় খবর দেন। নুর মোহাম্মদ সোনাগাজী বাড়ীর বাসিন্দা ও ৮ সন্তানের জনক।
রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, আমরা ধারনা করছি নুর মোহাম্মদ আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। অপরদিকে স্কুল ছাত্রীর অভিভাবকদের থেকে কোন অভিযোগ না পাওয়ায় আয়েশা আফরোজার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।