নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিরোধীয় জমি থেকে মাটি কাটতে নিষেধ করায় আজিজুর রশিদ মিল্লাত নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত,মেরে ফেলার হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই বাড়ীর রুবেনের বিরুদ্ধে। গত ১৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে এগারোটা দিকে ঘটনাটি উপজেলার ভাদুর ইউনিয়নের পৈতপুর গ্রামের ভাদুর মিয়া বাড়ীর লাগোয়া পূর্ব এলাকায় ঘটে। ঘটনায় থানায় অভিযোগকারী আজিজুর রশিদ মিল্লাত (৬৫) ওই এলাকার ভাদুর মিয়া বাড়ীর মৃত মফিজুল হক মিয়ার পুত্র এবং আই এফ আই সি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অভিযুক্ত রুবেন (৫০) একই বাড়ীর মৃত মাহবুবুল ইসলামের পুত্র।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুর রশিদ মিল্লাত অভিযোগে উল্লেখ করেন,
বাড়ীর লাগোয়া পূর্ব পাশের বিরোধীয় সম্পত্তি নিয়ে রুবেনদের সাথে আগে থেকে বিরোধ আছে। উক্ত বিরোধীয় সম্পত্তি অভিযুক্ত রুবেন নিজের বলে দাবি করে। বিরোধের কারণে ওই সম্পত্তি পরিমাপ সহ মালিকানা নির্ণয়ের জন্য সিদ্ধান্ত হয়। আরও সিদ্ধান্ত হয় যে, ওই সম্পত্তি পরিমাপের পূর্ব পর্যন্ত কাহারো প্রবেশ বা ভোগ- দখলে সীমাবদ্ধতা থাকবে। কিন্তু অভিযুক্ত রুবেন উক্ত সিদ্ধান্ত অমান্য করিয়া গত ১৮ এপ্রিল শুক্রবার সকালে লোকজন নিয়ে ওই সম্পত্তি থেকে মাটি কেটে পাশ্ববর্তী স্থানে বাঁধ দেওয়ার কাজ শুরু করে। খবর পেয়ে আজিজুর রশিদ মিল্লাত ঘটনাস্থলে গিয়ে রুবেনকে মাটি কাটার কারণ জিজ্ঞাসা করে। এতে রুবেন ক্ষিপ্ত হয়ে আজিজুর রশিদ মিল্লাতকে অশ্লীল ভাষায় গালমন্দ ও শারীরিকভাবে লাঞ্ছিত,মেরে ফেলার হুমকি-ধমকি দেয়।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আজিজুর রশিদ মিল্লাত এ প্রতিবেদককে বলেন, বিরোধীয় সম্পত্তি থেকে আমাদের একই বাড়ীর লোক রুবেন মাটি কেটে নিয়ে পার্শ্ববর্তী একটি সরকারি খালে বাঁধ দেয়ায় সরকারি খালের পানি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ওই এলাকার সর্বসাধারনের জন্য উন্মুক্ত ৭০/৮০ বছরের পুরনো চলাচলের একটি রাস্তায় মাটি ফেললে সেখানকার লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তিনি বলেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক হাসিবুল সিদ্দিক রাসেল তাঁর বড়ভাই রুবেনকে দিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আজিজুর রশিদ মিল্লাত আরো বলেন, বাড়ীর মুরুব্বিদের সাথে হাসিবুল সিদ্দিক রাসেলের আরো অনেক অশ্লীল আচরণের অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুবেন ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, অভিযোগকারীর সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি যেখান থেকে মাটি কেটেছি আজিজুর রশিদ মিল্লাতের কোনো জমি সেখানে নাই, ওখানকার সকল জমি আমাদের পৈতৃক সম্পত্তি। মারধরের বিষয়ে রুবেন বলেন, উনাকে আমি কোনো অশ্লিল গালমন্দ, মেরে ফেলার হুমকি-ধমকি দি নাই, উনিই আমার লেবারদেরকে ধাক্কাধাক্কি করেছেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল বাসার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।