রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঞ্জা সেবনে বাধা দেওয়ায় বেল্লাল খান (৬০)নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তেরা।
ঘটনাটি ঘটেছে রোববার (২১ ডিসেম্বর) রাত ১০ টায় রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া গ্রামে।
জানা গেছে ঐ গ্রামের আবুল কালাম এর ছেলে মোহাম্মদ রনি (২৭) দীর্ঘদিন যাবত এলাকায় গাঞ্জার ব্যবসা করে আসছে এবং সে নিজেও সেবন করে। রোববার রাত ১০ টায় লক্ষ্মীধর পাড়া গ্রামের পাটোয়ারী বাড়ির মনজুর হোসেন খানের পরিত্যক্ত ঘরে রনি তার সহযোগীদের নিয়ে গাঁজা সেবন করার সময় একই বাড়ির বেল্লাল খান গাজা সেবনে বাধা প্রদান করে এতে রনি উত্তেজিত হয়ে বাটাম কাঠ দিয়ে পিটিয়ে বেল্লাল খানকে মারাত্মক আহত করে। বেলাল খানের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, এখনো থানায় কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বেল্লাল খানের ছেলে মোঃ সাইফুল ইসলাম সুমন জানান, আমরা রোগীকে নিয়ে ব্যস্ত থাকার কারণে মামলা করতে বিলম্ব হচ্ছে।