শাহ আলম:
লক্ষ্মীপুরের রামগঞ্জ আসনের ২০১৮সালে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের রামগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য মোরশেদ আলমের বাড়িতে আগমন উপলক্ষে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ১১টায় যুবদল নেতা মোরশেদ আলমের বাড়ি রামগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের হাজী বাড়িতে গেলে প্রায় তিন শতাধিক নেতাকর্মী এই সংবর্ধনা জানান।ওই সময় বারো দলীয় জোটের মুখপাত্র ও২০১৮ সালে রামগঞ্জে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আপনারা সবাই সতর্ক থাকুন, এটা বিএনপির ধানের শীষের অধ্যুষিত এলাকা। যেন কেউ কোন অঘটন ঘটাতে না পারে।এবং আগামী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,পৌর বিএপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহম্মেদ,উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সাবেক ভিপি শাহ আলম,উপজেলা বিএপির যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম পিন্টু,এজিএস কাশেম, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন পাটোয়ারী,কেন্দ্রীয় কৃষক দলের সদস্য কামরুল হাসান নোমানী,জেলা যুবদলের সদস্য আবুল বাশার সতু,পৌর যুবদলের আহবায়ক জামাল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান,উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম,পৌর যুবদলের সদস্য আবদুর রহিম মিলন, মোরশেদ চৌকিয়া,নেকবর হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দুলাল হোসেন দুলাল,পৌর সেচ্চাসেবক দলের সদস্য সচিব স্বপন চৌকিয়া,বিএনপি নেতা মনির হোসেন কাজী,মানিক গাজী,সাবেক যুবদল নেতা মোঃ মিজানুর রহমান, আকরাম হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু,সহ পৌর ৯নং ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।