মো:শাহ আলম:
লক্ষ্মীপুরের রামগঞ্জে দীর্ঘ ২২ বছরের দায়িত্ব পালন শেষে যুবদল থেকে বিদায় নিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ।
সোমবার (২৮ এপ্রিল)রাত ৮টায় রামগঞ্জ পৌরসভার মোহাম্মদিয়া হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে প্রায় তিন শতাধিক নেতাকর্মীর উপস্থিতে ফুলের শুভেচ্ছায় এই অশ্রুশিক্ত বিদায়ী সংবর্ধনায় জনান দীর্ঘদিন এক সাথে রাজপথে থাকা নেতাকর্মীরা।
রাজনৈতিক জীবনের সূচনালগ্নে গিয়াস উদ্দিন পলাশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। ছাত্রদলে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে তিনি জাতীয়তাবাদী যুবদলে যোগ দেন এবং ২০২৫ সাল পর্যন্ত টানা ২২ বছর নিষ্ঠার সঙ্গে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রামগঞ্জ উপজেলা যুবদলের সফল সভাপতি ও জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে রামগঞ্জ যুবদল হয়ে ওঠে সুসংগঠিত ও শক্তিশালী একটি সংগঠন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে গিয়াস উদ্দিন পলাশ জেলা যুবদলের বরাবর লিখিত আবেদন করেন, যাতে তিনি যুবদলের সকল সদস্য পদ থেকে অব্যাহতি চান। জেলা যুবদল তার আবেদনের প্রেক্ষিতে জরুরি সিদ্ধান্তের মাধ্যমে, পূর্বের কোনো অভিযোগ ছাড়াই, তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি প্রদান করে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক নেতা-কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সমন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল আজিজ, কামাল উদ্দিন রায়হান, ইমরান হোসেন রাসেল, পৌরসভা যুবদলের সদস্য সামসু, মোহাম্মদ, মামুন মোল্লা, কামাল হোসেন, বেলায়েত হোসেন, কালু আতিয়াসহ অসংখ্য নেতাকর্মী। এছাড়া যুবদলের হারুনুর রশিদ, আব্দুল মন্নান বেপারী, সফিকুল ইসলাম, টাইগার ফারুক, সবুজ হোসেন, আব্দুল মোতালেব, জাহিদ মাস্টার, হুমায়ুন, মফিজ, মঞ্জু, মোশারফ হোসেন, জহিরুল ইসলাম, হান্নান শেখ, ইসমাইল হোসেন, জাকির হোসেন, মাসুদ হোসেন, রাজু, রুবেল হোসেন, শিপন, সাফায়েত নুরুল ইসলাম, আযাদ হোসেনসহ অনেকেই উপস্থিত থেকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় তাকে বিদায় জানান।
বিদায়ী অনুষ্ঠানে আবেগাপ্লুত গিয়াস উদ্দিন পলাশ বলেন,
"ছাত্রদল দিয়ে রাজনীতির পথচলা শুরু করেছিলাম, এরপর যুবদলের দীর্ঘ ২২ বছরের পথ অতিক্রম করেছি। আজ ব্যক্তিগত কারণে বিদায় নিচ্ছি, তবে জাতীয়তাবাদী আদর্শ আজীবন আমার হৃদয়ে বহমান থাকবে।"
তিনি আরও জানান, যুবদল থেকে বিদায় নেওয়ার পর তিনি এখন সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যুক্ত হয়েছেন এবং আগামীতেও জাতীয়তাবাদী রাজনীতির সাথে থেকে দেশের জন্য কাজ করে যেতে চান।
পলাশের বিদায়ে পুরো অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সহযাত্রীর বিদায়ে অনেক নেতাকর্মীর চোখে জল চলে আসে। সংগঠনের প্রতি তার অপরিসীম ভালোবাসা ও ত্যাগকে সবাই শ্রদ্ধাভরে স্মরণ করেন।