প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি এবং চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানকালে বিনা অনুমতিতে টপ সয়েল থেকে মাটি কর্তনের অপরাধে একজন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।