রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
নির্ধারিত সরকারি ফি থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সাব-রেজিস্ট্রার মো. ইউনুসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি দলিল রেজিস্ট্রিকরণ কার্যক্রমে সরকারের নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই দুদক এই পদক্ষেপ গ্রহণ করে।
অভিযান চলাকালে সাব-রেজিস্ট্রি অফিস ঘুরে দেখা হয় এবং সংশ্লিষ্ট অভিযোগ সম্পর্কে বর্তমান সাব-রেজিস্ট্রার মো. ইউনুসের বক্তব্য রেকর্ড করা হয়।
দুদক সূত্র জানায়, অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।