নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা বুধবার ( ১৯ নভেম্বর ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খ্রিশা,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জসীমউদ্দীন, রাজনৈতিক, সুশীল সমাজ, ব্যবসায়ী,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সরকারের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি পেশাজীবী সংগঠনসহ সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন ভাবে কাজ করলে যথাযথভাবে আমরা এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো।