স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় ২৮ জন অবসর প্রাপ্ত মাদরাসা শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬শে এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ সংবর্ধনার আয়োজন করেন আলহাজ্ব মাওলানা একেএম আবদুল্লাহ ফাউন্ডেশন।
এরআগেও শতাধিক অবসর প্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দিয়েছেন ফাউন্ডেশনটি।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, নায়েবে আমীর এ আর হাফিজুল্লাহ, শহর আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন,
মাদ্রাসাতুল বানাত আল ইসলামীয়ার অধ্যক্ষ মাওলানা এবিএসএম কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা একেএম আব্দুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের ডিএমডি শহিদুল্লাহ, সোস্যাল ইসলামী ব্যাংক নোয়াখালী শাখার ম্যানেজার আবদুস শহিদ, লামচরী কারামতিয়া ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা জোবায়ের হোছাইন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।