মিজানুর শামীম:
লক্ষ্মীপুর জেলায় যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ২১ জন পুরুষ ও ৩ জন নারী এবং অপেক্ষমান আছেন ৪ জন। ১৫ মে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি জানানো হয়। “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৫ এর লক্ষ্মীপুর জেলার প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা ও পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং এবং নির্বাচিত প্রার্থীদের শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার মোঃ আকতার হোসেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ফ্রেরুয়ারী ২০২৫ পুলিশ কনস্টেবল নিয়োগ অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে শুরু হয়। পরে ১০,১১ ও ১২ এপ্রিল শারীরিক ও অন্যান্য ইভেন্টের যাচাই-বাছাই করার পরে ৫ মে ২৪৩ জন নারী-পুরুষ ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে ৫৪ জন উর্ত্তীন হন। পরে ১৫ নম্বরের ভাইভা ভয়েসে ৫৪ জন প্রার্থী অংশগ্রহণ করে ২১ পুরুষ ও ৩ জন নারী চুড়ান্ত ভাবে মনোনীত হন এবং ৪ জন অপেক্ষামান থাকেন। তিনি আরও জানান, চুড়ান্তভাবে মনোনীতদের লক্ষ্মীপুর ও ঢাকাতে মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে। পরে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার পরে চার মাসের মৌলিক পরীক্ষা নেয়া হবে।
জানা গেছে, গত ১০ এপ্রিল সকাল ৭টা থেকে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই হয়েছে। পরে ১১ এপ্রিল দ্বিতীয় দিন Physical Endurance Test (PET) এর ১ম ইভেন্ট (২০০ মিটার দৌড়), ২য় ইভেন্ট (পুশ আপ), ৩য় ইভেন্ট (লং জাম্প), ৪র্থ ইভেন্ট (হাই জাম্প) অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন Physical Endurance Test (PET) এর ৫ম ইভেন্ট (১৬০০/১০০০ মিটার দৌড়) ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৬.৩০ মিনিট এবং নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড় ৬ মিনিটে, ৬ষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং; ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ৩০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের ১১০ পাউন্ড ওজনের টায়ার নির্দিষ্ট সময়ে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হয়।। ৭ম ইভেন্ট রোপ ক্লাইম্বিং; ইভেন্টে পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীরা ৮ ফুট রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করে। এসকল ইভেন্টে উত্তীর্ণরা ৫ মে লক্ষ্মীপুর সরকারি কলেজ কেন্দ্রে ২১৩ জন যুবক-যুবতী লিখিত পরীক্ষায় অংশগহন করে ৫৪ উর্ত্তীন হন। লিখিত পরীক্ষায় উর্ত্তীনদের মধ্যে ভাইভা ভয়েস পরীক্ষা নেয়া হয়েছে। সকল কার্যক্রম শেষে চুড়ান্ত ভাবে ২১ পুরুষ ও ৩ জন নারীকে নিয়োগ দেয়ার জন্য মনোনীত করা হয়। অপেক্ষামান থাকেন ৪ জন।