স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ১৯ মে সোমবার বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ এর সভাপতি ডা মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব বিশিষ্ট লেখক ইয়াসমিন সুলতানা, ” রবীন্দ্র ও নজরুল।। অনন্য প্রতিভা ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।
প্রধান আলোচক ছিলেন নোয়াখালী সরকারি কলেজ এর বাংলা বিভাগ এর সহযোগী অধ্যাপক রাকিবুল আহছান।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সাহিত্য সংসদ এর সহ সভাপতি মোরশেদ আলম হাওলাদার ও আজীবন সদস্য মাহবুবুর রশীদ চৌধুরী।
এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রবীন্দ্রনাথ ও নজরুলের কবিতা থেকে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এবং প্রাবন্ধিক ও গবেষক রাজীব কুমার সরকার বলেন,পৃথিবীর ষষ্ঠ মহাসাগরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর মতো সাহিত্য প্রতিভা বিশেষ ভাবে সংগীতের গীতিকার সুরকার পৃথিবীতে আর নেই। রবীন্দ্রনাথ একটি ভাষার সাহিত্য ও সংস্কৃতির সিংহভাগ একাই নির্মাণ করে গেছেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রবীন্দ্র নজরুলের সাহিত্যের ব্যাপক চর্চার জন্যে তিনি আহবান জানান। তিনি আরো বলেন, রবীন্দ্র নজরুলের সাহিত্য থেকে অসাম্প্রদায়িক চেতনা অনুসরণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ইয়াসমিন সুলতানা নতুন প্রজন্মকে বই পড়ার আহবান জানিয়ে বলেন,সাহিত্য মানবপ্রেম ও আত্মার কথা বলে।তাই কবি লেখকদের চিন্তাধারাই সাহিত্য। রবীন্দ্র নজরুল ছাড়াও অন্যান্য বড় কবি লেখকদের সাহিত্য অধ্যয়ন করতে হবে।
প্রধান আলোচক রাকিবুল আহছান বলেন,আমাদের দেশে পাঠ্যসূচি কেন্দ্রিক রবীন্দ্রনাথের খন্ডিত চর্চা হয়।সামগ্রিক চর্চা হয়না।রবীন্দ্রনাথের মূল চর্চা হচ্ছে সৌন্দর্য চর্চা। সংস্কৃতি ও রুচিবোধ তাঁকে মাহাত্ম্য দান করেছে।