স্টাফ রিপোর্টার :
বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে ঝাড়ু হাতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বটতলী-দত্তপাড়া সড়কের সংস্কার কাজ চললেও তা সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। নিম্নমানের উপকরণ ব্যবহার ও তদারকির অভাবে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত টেকসই সংস্কার ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এদিকে স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে লক্ষ্মীপুর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী একরামুল হকের সাম্প্রতিক বদলি। জানা যায়, দীর্ঘদিন জেলা এলজিইডিতে তার নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হলেও, এই বদলির মাধ্যমে একক আধিপত্যের অবসান ঘটেছে বলে মনে করছেন অনেকেই।
একরামুল হক দীর্ঘ সময় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মূল দায়িত্বে ছিলেন। তার সময়ে নিম্নমানের ও মানহীন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, সাবেক নির্বাহী প্রকৌশলীর সময়কার দুর্নীতি ও অনিয়মের ফল এখনও জেলাবাসীকে ভোগ করতে হচ্ছে। দ্রুত এসব প্রকল্পের পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।