রামগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসন থেকে বিভিন্ন দলের ১৬জন প্রার্থী তাদের মনোয়নপত্র সংগ্রহ করেছেন।
গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফারাশিদ বিন এনাম এবং উপজেলা নির্বাচন অফিসার ওবায়েদুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মোহাম্মদ হারুন অর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জাকির হোসেন পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ নাজমুল হাসান, জাতীয় নাগরিক পার্টি থেকে মোঃ মাহবুব আলম, সাবেক সাংসদ (জাতীয়পার্টি) এম এ গোফরান স্বতন্ত্র, সাবেক সাংসদ (নৌকা প্রতীকে নির্বাচিত) এম এ আউয়াল স্বতন্ত্র, গণ অধিকার পরিষদ (জি ও পি) মোঃ কাউছার আলম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে মাহমুদুর রহমান মাহমুদ, মোঃ আল আমিন স্বতন্ত্র, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মোঃ বিল্লাল হোসেন, বাংলাদেশ মুসলিম লীগ থেকে রেজাউল করীম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে মোঃ আলমগীর হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন।
এছাড়া একই আসন থেকে সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র জমা দিবেন কি-না তা নিয়ে ধোঁয়াসা দেখা দিয়েছে। মাহফুজ আলমের বড় ভাই কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহবায়ক ও এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহকারী মাহবুব আলম মাহির জানান, মনোনয়নপত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে তারা বা তার ভাই অবগত নয়। একটি উৎসাহী মহল এ মনোনয়নপত্র ক্রয় করতে পারে বলে তিনি দাবী করেন। এতে আমরা বিষয়টি নিয়ে বিব্রত।
আজ বিকাল পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ।