প্রদীপ কুমার রায়:
রায়পুর আজ যেন স্তব্ধ।
বেলা ১টা। সময় থমকে দাঁড়ায় এক নিঃশব্দ প্রস্থান মুহূর্তে—রায়পুর বাজারের সুপরিচিত ব্যবসায়ী, সমাজসেবক, প্রিয় মুখ বাবু জয়দেব বনিক পৃথিবীর মায়া ত্যাগ করে চিরনিদ্রায় শায়িত হন। ওঁম দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু।
বহুমুখী সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল অসামান্য। তিনি ছিলেন রায়পুর শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি, মাতৃছায়া হাসপাতাল প্রাইভেট লিমিটেড–এর সাবেক চেয়ারম্যান। নীরবে, নিঃস্বার্থে মানুষের পাশে দাঁড়ানোই ছিল তাঁর জীবনের অন্যতম ব্রত।
তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো রায়পুর জুড়ে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দিলীপ কুমার বনিক, আর্ট স্কুলের পক্ষে প্রিন্সিপাল শংকর মজুমদার, রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ পাটোয়ারী, সংগীত একাডেমির সভাপতি প্রদীপ কুমার রায়, লোকনাথ সেবা সংঘের সভাপতি বিদ্যুত পাল, পৌর মহাশ্মশানের সভাপতি উত্তম রায়, সনাতনী সেবা সংঘের সভাপতি সুভাষ রায়—সহ আরও বহু সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি।
তাঁর হাসিমাখা মুখ, মিষ্টভাষী ব্যক্তিত্ব, নিঃস্বার্থ কর্মকাণ্ড আজ শুধুই স্মৃতি। রায়পুরবাসীর হৃদয়ে তিনি বেঁচে থাকবেন শ্রদ্ধায়, ভালোবাসায় ও অশ্রুসিক্ত প্রার্থনায়।
শান্তি পাক তাঁর অমল আত্মা।
প্রণাম ও শেষ বিদায়, বাবু জয়দেব বনিক।