ভিবি নিউজ ডেস্ক
লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের অধিবাসী বীর মুক্তি যোদ্ধা তোফায়েল আহাম্মেদের পারিবারিক সম্পত্তিতে একই এলাকার সামছুল হকের পুত্র রফিক উল্যা দক্ষিণ হামছাদি মৌজার ২৫৫ নং খতিয়ানে ২৩১৯ দাগের মালিকানাধীন সম্পত্তি জবর দখল এবং একই মৌজার ২৫৪ নং খতিয়ান ভুক্ত ২০২১ দাগের সম্পত্তিতে অনুপ্রবেশ করার অভিযোগ উঠেছে।
এই বিষয়ে বীর মুক্তি যোদ্ধা তোফায়েল আহাম্মেদ দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে একটি লিখিত অভিযোগ আনয়ন করেছেন বলে আমাদের এপ্রতিবেদক কে জানান।
এই বিষয়ে দক্ষিণ হামছাদি ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহআলমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগ নামা হাতে পেয়েছি, যাচাই বাছাই আন্তে দুই পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব বলে তিনি গণমাধ্যম কে জানান।