মোঃ মোবারক হোসেনকে সভাপতি ও মোঃ মাহফুজ আলম কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ২৬ জানুয়ারি বিকেলে নন্দনপুরে ক্লাবের কার্যালয়ে কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে এ কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা আবদুল্যাহ আল মামুন চৌধুরী, সাখাওয়াত হোসেন আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী বাহার উদ্দিন খলিল, নতুন কমিটি গঠনের পূর্ববর্তী আহ্বায়ক মোঃ আব্বাছ উদ্দিন পাটওয়ারী, সাবেক সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম প্রমুখ। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি হেলাল
উদ্দিন, সৈয়দ তানজির হোসেন, আকরাম হোসেন মিশু,
এনামুল হক শামিম, যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ ফয়সাল কবির, মাসুদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রুবেল, দপ্তর সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ ইয়ামিন আরাফাত সৌরভ, প্রচার সম্পাদক আসিবুর রহমান, ক্রিয়া সম্পাদক মাইনুল হোসেন।