ভিবি নিউজ ডেস্ক :
বাংলাদেশ আওযামীলীগের সুর-শাখা-সুলতানাত আফ ওমান কার্যনিবাহী কমিটি-২০২৪-২০২৫ সর্ব সম্মতি ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে সভাপতি নির্বাচিত হন মোঃ ছৈয়দ হোসেন তালুকদার, সাধারন সম্পাদক- জসিম উদ্দিন হায়দার, সাংগঠনিক সম্পাদক-তসলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক – কামাল হোসেন। সিনিয়র সহসভাপতি -শারাফাত উল্লাহ।
সহসভাপতি -এসএম ফরিদ,সহসভাপতি -মোজাম্মেল হোসেন (টুটুল), সহসভাপতি - মুহাম্মদ সোলাইমান, সহসভাপতি -আইয়ুব খান,সহসভাপতি - আনোয়ার (টেইলার), সহসভাপতি - মোঃ শাহজান,সহসভাপতি - মোঃ কাসেম,সহসভাপতি -আরিফ উদ্দীন,সহসভাপতি -মোহম্মদ জাকের,সহসভাপতি -আবুল কালাম।