লক্ষ্মীপুর থেকে -ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুরের কৃতিসন্তান বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর উদ্যোক্তা পরিচালক এবং দেশের খ্যাতনামা একজন ব্যবসায়ী ও রোটারিয়ান ইঞ্জিঃ মোহাঃ মোহাব্বত উল্যাহ চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডের সামিতিভেজ হাসপাতালে ৬ জানুয়ারি মঙ্গলবার ২০২৪ তারিখ রাত ০১:০০ ঘটিকায় ব্যাংকক, থাইল্যান্ডে-এ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাউজিউন)। মরহুম মোহাব্বত উল্যাহ একজন ইলেট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছিলেন। মরহুম মোহাব্বত উল্যাহ নিপ্পন ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেড এর সত্ত্বাধিকারী ও ব্যবস্থপনা পরিচালক ছিলেন। এছাড়াও তিনি ইঞ্জিনিয়ারিং লিংকার্স এবং গোল্ড স্টার হোয়াইট গুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন সফল উদ্যোক্তা ছিলেন। সর্বোপরি তিনি একজন জনহিতৈষী এবং অত্যন্ত সদালাপী মানুষ ছিলেন।
মরহুম মোহাব্বত উল্যাহ লক্ষ্মীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫২ জন্ম গ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি তাঁর স্ত্রী, সন্তান-সন্ততি, নাতি-নাতনি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ও শুনুধ্যায়ী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম মোহাব্বত উল্যাহ’র মৃত্যুতে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর সকল পরিচালক, শেয়ারহোল্ডার এবং সকল স্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বশক্তিমান আল্লাহতা ‘আলা মরহুমের পরিবারের সকলকে যেন এই শোক সহ্য করার শক্তি দান করেন।
পরম দয়াময় আল্লাহতা ‘আলা মরহুম ইঞ্জিঃ মোহাঃ মোহাব্বত উল্যাহকে জান্নাতুল ফেরদৌস-এর উচ্চ মাকাম নসিব করুন, আমিন।