লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী - লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৮ এপ্রিল ২০২৪ ইং অনুষ্ঠিত হয়। এতে এডভোকেট নজরুল ইসলাম বিপুল ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতিকে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরী কে হারিয়ে তিনি চসমা মার্কা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
জানাযায় লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২২ হাজার। ৯ টি ওয়ার্ডের মধ্যে ৬ নং ওয়ার্ড সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। কারন এই ৬ নং ওয়ার্ডে আছে দুইটি ইতিহাস খ্যাত জমিদার বাড়ি, যাহা কামান খোলা জমিদার বাড়ি ও দালাল বাজার জমিদার বাড়ি, ঐতিহাসিক খোয়া সাগর দীঘি, স্কুল,কলেজ, প্রায় তিনশত বছরের পুরোনো দালাল জমিদারদের সৃজিত দালাল বাজার সহ আরো ঐতিহাসিক নিদর্শন।
এই ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ বেলায়েত হোসেন, যিনি একনাগারে ১৩ বছর যাবৎ এই ওয়ার্ডে সুনামের সহিত জনগণের খেদমতে মনোনিবেশ করেছিলেন। তারই ফলশ্রুতিতে জনগণ তাকে আরো পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন। মোঃ বেলায়েত হোসেন নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর হোসেন বাকের থেকে ১২০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
এদিকে দালাল বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন পাঁচজন, তারমধ্যে এডভোকেট নজরুল ইসলাম পেয়েছেন ৬৩৫৫ভোট, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরনবী চৌধুরী পেয়েছেন-৪৭৮০ ভোট, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মাস্টার পেয়েছেন -১১৭৯ ভোট, খসরু নোমান রতন পেয়েছেন-৬৫১ ভোট এবং জাবেদ হোসেন পেয়েছেন - ৬২৩ ভোট।
বিজয়ী চেয়ারম্যান এডভোকেট নজরুল ইসলাম একজন বিচক্ষণ, মেধাবী, ন্যায়নীতি পরায়ন শিক্ষানুরাগী, কর্মী বান্ধব ব্যক্তিত্ববান সদালাপী লোক হয়। যার কারনে এলাকাবাসী ভোটের মধ্যে দিয়ে যেটা প্রমান করলো।
নতুন চেয়ারম্যানের নিকট এলাকাবাসীর দাবী লক্ষ্মীপুরের উপশহর নামে খ্যাত দালাল বাজার যেন কাগজে-কলমে উপশহরের ক্রাইটেরিয়াতে আসে, এবং উন্নয়ন মূলক কর্মকান্ড, যেমন- ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, আঞ্চলিক মহাসড়কের দুই পাশদিয়ে হাটার সুব্যাবস্থা করা, বাজারে গণশৌচাগার নির্মাণ, ডিপ টিউবওয়েল পুনরায় সংস্কারকাজ তরান্বিত করা ফুটপাত অবমুক্ত করা বাজারের প্রধান গলি যানযট মুক্ত করনে যথাযথ পদক্ষেপ গ্রহন সহ যাবতীয় অসমাপ্ত কাজগুলো দ্রুত গতিতে সমাপন করত: উদ্যোগ গ্রহনে ভুমিকা রাখা হয় সেই দিকে গুরুত্ব সহকারে মনোনিবেশ করা।