লক্ষ্মীপুর থেকে ভি বি রায় চৌধুরী -লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে লক্ষ্মীপুরের এই কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল ফার্মার জন্মগ্রহ করেন। তার জন্মদিনে বিভিন্ন শ্রেণী প্রেশার লোকজন তারজন্য শুভকামনা, সুস্থতার জন্য পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করেন।
উল্লেখ্য ১৯৭৩ সালের ১৫ মে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এই কামাল ফার্মার জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি এবং ১৯৯২ সালে দালাল বাজার এন.কে উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৯৯ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে বি.এস.এস সম্মান (রাষ্ট্রবিজ্ঞান), ২০০০ সালে এম.এস.এস(রাষ্ট্রবিজ্ঞান),২০০২ সালে ধানমন্ডি ল কলেজে এল.এল.বি দ্বিতীয় বর্ষে ছাত্র থাকাকালীন অসুস্থ হওয়ায় ছাত্র জীবনের সমাপ্তি ঘটে। পরবর্তীতে পিতার সাথে কৃষির সাথে যুক্ত হন।পরবর্তীতে সমাজের শিশু, নারী, প্রতিবন্ধী, বিধবা, কল্যাণে আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেন।বর্তমানে ওনি আনোয়ারুল হক ছলেমা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন।
জানাযায় মোঃ কামাল ফার্মার একজন সৎ, নির্ভিক, মিষ্টিভাসি, সদালাপী, ব্যাক্তিত্ববান, বহুগুনে গুণান্বিত, পরোপকারী লোক হয়। এসব কারনে এলাকায় তার যথেষ্ট সুনাম আছে।
লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভি বি রায় চৌধুরী তার একজন শুভাকাঙ্ক্ষী তিনি তার সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেন।