ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর ২ আসনের এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন মানবিক এমপি হিসাবে এলাকার জনগনের মুখেমুখে, সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান।
জানাগেছে বিগত দিনে লক্ষ্মীপুর ২ আসনের এমপির সাথে সেবা গ্রহিতাদের দেখাই হোতনা, কাগজে সুপারিশের জন্য ঘুরতে হতো মাস খানেক, তবুও মিলতো না এমপির স্বাক্ষাত,ধর্ণা দিতে হোতো এমপির প্রতিনিধি কাছে। নুরউদ্দিন চৌধুরী লক্ষ্মীপুর ২ আসনের এমপি হওয়ার পর এলাকার জনগণের মুখে একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে মানবিক এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন। জনগণ এখন এমপি মহোদয়ের সাথে সপ্তাহের তিনদিনই লক্ষ্মীপুর স্বাক্ষাত করে তাদের সুখ-দুখের কথা অবিচল বলতে পারে।
পশ্চিম লক্ষ্মীপুরের শরিফ হোসাইন বলেন আমি ইতালি যেতে কৃষি কর্মকর্তার প্রত্যয়ন পত্র প্রাপ্তির দরখাস্তে এমপি মহোদয় জোড় সুপারিশ করেছেন, এমনটা অতিতে সেবা গ্রহিতারা আশাই করতে পারে নি।
আরো জানাযায় এমপি নুরউদ্দিন চৌধুরী নয়ন নির্বাচিত হওয়ার পর সুপেয় পানি পান করার জন্য প্রত্যন্ত অঞ্চল, পৌরসভা সহ প্রায় আটশত গভির নলকূপ নিজ অর্থায়নে বসিয়ে দিয়েছেন। রাস্তা পাকাকরন,মসজিদ, মন্দির উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।
এই বিষয়ে লক্ষ্মীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী বলেন, কামান খোলা জমিদার বাড়ির রাস্তা দীর্ঘিদিন কাঁচা হওয়ার কারনে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীগন সহ সাধারন জনগণ পায়ে হেটে উপশহর মুখো হতে বহুত বেগ পেতে হয়েছে। অনেক জায়গায় ধর্ণা দিয়েও কাঁচা রাস্তা পাকা করন করা সম্ভব হয়ে উঠেনি। নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি হওয়ার পরপরই কামান খোলা জমিদার বাড়ি রাস্তা পাঁকা হয়েছে। এমপি মহোদয় বলেছেন, আগামী ডিসেম্বরে জমিদার বাড়ির ভিতর পর্যন্ত পাকা পিস ঢালা রাস্তা করে দিবেন বলে জানিয়েছেন।
ভাস্কর বসু আরো বলেন মানবিক এমপি হলেন নুরউদ্দিন।