পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন “

Spread the love

 

স্টাফ রিপোর্টার-শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন সহ নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষ্যে পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিবৃন্দের দাবি আদায় সমন্বিত পরিষদ ২৭শে আগস্ট ২০২৪ রোজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বলা হয় বিগত ২৬ বছর পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকবৃন্দের কোন নিয়োগ বিধি ছাড়াই নিয়োগ কার্যক্রম করে আসছে। যার কারনে কোন পদোন্নতি ছাড়াই একই পদে থেকে চাকরি জীবন শেষ করতে হচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ গত ১৫ বছর থেকে নিয়োগবিধি বাস্তবায়নের আশ্বাস দিয়ে থাকলেও এখন পর্যন্ত নিয়োগ বিধি বাস্তবায়ন করে দেয়নি। গত ২৪ শে আগস্ট সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। সেখান থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার শান্তি কামনা এবং দোষীদের বিচারের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয় আগামী ১৫ কর্ম দিবসের ভিতরে যদি নিয়োগবিধি বাস্তবায়ন করা না হয় তাহলে সারা বাংলাদেশের ২৮ হাজার মাঠকর্মী ঢাকার রাজপথে আন্দোলনে নেমে আসবে। তাই নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। তারা আরো বলেন আমরা ইতিমধ্যে মাঠ পর্যায়ে কর্মচারীরা বন্যা দুর্গতদের সাহায্যার্থে একদিনের বেতন সরকারের কোষাগারে জমা দেই। সম্মেলনে উপস্থিত ছিলেন মো: সোহেল, ইমরুল ইসলাম সুজন, রবিন হোসেন, নাজমা আক্তার, নিপা আক্তার, এনামুল হক, সাইফুল ইসলাম, নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *