প্রদীপ কুমার রায় :
লক্ষ্মীপুরের রায়পুরে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি পুনর্বাসন কাজে সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে ধানের চারা বিতরণ করেছেন প্রবীণ ও প্রতিবন্ধী কল্যান সংস্থা নামে একটি সংগঠন। বুধবার ৪ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে ধানের চারা বিতরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান।এসময় উপজেলা সমাজসেবা অফিসার মাজহারুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আফরুজা বেগম, সংস্থার প্রতিনিধি কামরুল আল মামুন এবং স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, উদ্যোগটি সময়োপয়োগী হবার কারণে বন্যা পরবর্তী মানুষের খাদ্য ঘাটতি পূরণের পাশাপাশি খাদ্যের চাহিদা পূরণেও বিশেষ ভূমিকা রাখাবে। তিনি প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থাকে মহতী উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান ।