মিজানুর শামীমঃ
লক্ষ্মীপুরে নতুন পুলিশ সুপার হিসেবে ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা আকতার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর পূর্বে তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এদিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাস্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
লক্ষ্মীপুরের নবাগত পুলিশ সুপার আকতার হোসেন বগুড়ার গাবতলির সন্তান। তিনি গাবতলি উপজেলার এমআরএম উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সনে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে বগুড়ার ঐতিহ্যবাহী আজিজুল হক কলেজ থেকে ১৯৯৫ সনে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ২০০৬ সনে ২৫ তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে চাকরিতে যোগদানের পরে পুলিশ একাডেমি থেকে ২০০৯-১০ সনে পুলিশ সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধাবী আকতার হোসেন ২০১৩-১৪ সনে ব্যবসা প্রশাসন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ২০১৫ সনে আইন বিষয়ে এলএলবি কোর্স কমপ্লিট করেন। চাকুরীর সাথে সাথে বর্তমানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যায়নরত এই পুলিশ কর্মকর্তা। চাকুরী জীবনে তিনি ২০০৬ সনে সহকারী পুলিশ সুপার পদে চাকুরীতে যোগদানের পর থেকে দিনাজপুর, সারদা পুলিশ একাডেমি, শিল্প পুলিশ নারায়নগঞ্জ ও গাইবান্দায় সরকারী দায়িত্ব পালন করেন। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার পদে পিবিআই ও সিআইডিতে নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করেন ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক এই পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার আকতার হোসেনের স্ত্রী একজন আর্কিটেক।