স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুদ্দিন (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। উপজেলার রামদয়াল-বিবিরহাট সড়কের আদর্শ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তিনজন গুরুতর আহত হন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টায় দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুদ্দিন রামগতি উপজেলার পূর্ব চর রমিজ এলাকার আবদুর রশিদ হাওলাদার বাড়ির আবদুর রবের ছেলে। নিহতের ছোটভাই মো. শরিফ এবং একই এলাকার আবুল কালাম ও শহীদ উদ্দিন গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিবিরহাটমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক আদর্শ বাজারে সিমেন্ট নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। রামদয়াল থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মালবোঝাই ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে দুর্ঘনাটি ঘটে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।