মো: জহির হোসেন, রায়পুর :
লক্ষ্মীপুরের রায়পুরে দুই কেজি গাঁজা ও ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেহানা আক্তার নামে এক মাদকসম্রাজ্ঞী’কে আটক করেছে যৌথ বাহিনী।
এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত ভোর রাতে রায়পুরের দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ সাইয়িব হাসানের নেতৃত্বে এবং রায়পুর থানা পুলিশের যৌথ অভিযানে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের ১ নং ওয়ার্ডের আসাদ আলী বেপারী বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী স্বপনের স্ত্রী রেহানা আক্তার কে আটক করা হয়।
রেহানার পিতা একই গ্রামের মৃত ইসমাইল হোসেন। তারা স্বামী – স্ত্রী দীর্ঘদিন থেকেই মাদক ব্যাবসা চালিয়ে আসছিল বলে জানা যায়।
দম্পতির বিরুদ্ধে মাদক আইনে রায়পুর থানায় মামলা হয়েছে বলে জানা যায়।